ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

এয়া: মানুষের অন্তর্গত নিঃসঙ্গতার কথা | আলী রীয়াজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৮
এয়া: মানুষের অন্তর্গত নিঃসঙ্গতার কথা | আলী রীয়াজ মানুষের অন্তর্গত নি‍ঃসঙ্গতার কথা

আমি যতটা সম্ভব নিয়মিতভাবে জুননু রাইনের কবিতা পড়ি। অন্ততপক্ষে যেগুলো আমার চোখে পড়ে। জুননুর কবিতা পড়ার কারণ হচ্ছে তার কবিতাকে আমার আন্তরিক উচ্চারণ মনে হয়; অর্থাৎ কবিতা তার নিজস্ব অনুভবের মধ্য থেকে তৈরি হয়, তিনি কবিতা লেখেন না, কবিতাগুলো তার ভেতরেই বসবাস করে। মাঝে মাঝে তিনি সেই সব পংক্তির সঙ্গে আমাদের পরিচয় করান।

এই পরিচয় করিয়ে দেওয়ার কারণে আমরা আন্দোলিত হই। আমার ধারণা, কবিতার কাজ হচ্ছে তাই – আমাদেরকে কোনো না কোনোভাবে আন্দোলিত করা।

কোন কবিতা কীভাবে আমাদের আন্দোলিত করবে, আমাদের তা জানা থাকে না। সেই কারণেই যে কবিতা আমার ভেতরে এক ধরনের অবর্ণনীয় অনুভূতি তৈরি করতে সাহায্য করে তার প্রতি আমার এক ধরনের পক্ষপাত আছে। আমার পক্ষপাত আছে সেই কবিতার প্রতি যার শিকড় একটি সময়ে প্রোথিত। কবিতার ভেতরে কবির দেশকালকে আমি খুঁজতে চাই। কবি নিশ্চয় এমন কথা বলবেন যার আবেদন দেশকালের ঊর্ধ্বে, না হয় কেন আমরা শত শত বছরের পুরনো কবিতা পড়ি। কিন্ত সেই সব কবিতা যে কালোত্তীর্ণ হয়ে ওঠে তার কারণ হচ্ছে, লেখক ওই সময়ের ভেতরেই এমন কিছু খুঁজে পান যা অনুভব এবং অনুভূতির দিক থেকে সময়ের বেড়াজাল পেরিয়ে যেতে পারে। এগুলোকে সাহিত্য বিচারের মাপকাঠি হিসেবে খারিজ করে দেওয়া সম্ভব, আমি তা অস্বীকার করি না। কিন্তু ব্যাকরণ মেনে জুননু রাইনের কবিতার আলোচনা করা আমার উদ্দেশ্য নয়। তার কবিতার প্রতি আমার যে আগ্রহ এবং পছন্দ তা ব্যক্ত করতে আমি এই ভূমিকার অবতারণা করেছি।
 
জুননু রাইন তার ‘এয়া’ বইটি আমাকে পড়তে দিয়েছেন, এটা আমার জন্য আনন্দের বিষয়। আমি তার অনেকগুলো কবিতা একসঙ্গে পড়তে পেরেছি। এই বইয়ের কবিতাগুলো তিনি দু’ভাগে ভাগ করেছেন – একাংশে আছে ‘এয়া’ শিরোনামের ছত্রিশটি কবিতা, আর অন্য অংশে আছে আলাদা আলাদাভাবে লেখা সতেরটি কবিতা। তার কবিতা পড়ে আমার মনে হয়েছে জুননু এক নিঃসঙ্গ মানুষের বেদনা ও আর্তি তুলে ধরেছেন। সৃষ্টিশীল লেখকেরা যে নিঃসঙ্গই থাকেন তা কে না জানেন; সৃষ্টির সময়ে তার একাকিত্ব কেবল লেখকের বিষয় নয়, সম্ভবত যে কোনো শিল্প মাধ্যমের জন্যেই সত্য। কিন্ত জুননু’র কবিতা কেবল সেই নিঃসঙ্গতার কথা বলছে না; বলছে আমাদের এই সময়ে প্রত্যেকটি মানুষের একাদিক্রমে অন্তর্গত নিঃসঙ্গতার কথা এবং এই সময়ের এক বৈশিষ্ট্যের কথা। জুননু রাইনের কবিতা এই সময়েরই ছবি। আমি তার কবিতার ভেতরে তাই দেখতে পাই। জুননু’র কয়েকটি লাইন পড়লে আমাদের বুঝতে সুবিধে হবে - ‘প্রথমেই বলেছিলাম আমি একা,/ সেই চিৎকারে বারবার বলেছি মানুষ একা/ এরপরে খেলতে গিয়ে আমি যতবার জিতেছি হেরেছি/ বা খেলতে পারিনি, ততবার জেনেছি আমি একা’ (আবুল হাসানের একাকিত্বকে); ‘অপেক্ষারা দাঁড়িয়ে; দাঁড়িয়ে আমার জন্য/ এক ঝুড়ি ক্লান্তির ঝরা ফুল নিয়ে/ আমার অলসতা দেখে নিরলসভাবে জড়ো হচ্ছে’ (অপেক্ষারা দাঁড়িয়ে); ‘আমি এমনই- / আমি আমার ছায়ার পেছনে হাঁটি’ (যখন আমি আমার নিঃসঙ্গতার)। জুননু রাইনের কবিতা কোন সময়ের সেটা বুঝতে আমাদের কষ্ট হয় না: ‘প্রতিটি স্বপ্নকে আতঙ্ক জাপটে ধরে ঘুম পাড়ায়/ প্রতিটি ঘুম বাতাসের পোড়া গন্ধ হয়ে উড়ে যায়/ প্রতিটি পাখি মানুষকে অনিশ্চিত মৃত্যুর স্বাভাবিকতা শেখায়’ (অনীহাকে অদৃশ্য হুমকি); ‘আমার ব্যর্থতাগুলো গভীরভাবে সফল। আতঙ্কের চাষাবাদে ভরপুর’ (ব্যর্থতাগুলোর গভীর সফলতা)।
 
নিঃসঙ্গতা এবং সময়ের অস্থিরতা স্বত্বেও জুননু রাইনের কবিতা এক ধরনের নম্রতার আবরণে ঢাকা। কিন্ত তিনি হতাশ নন। তিনি আশা করেন যে, এই সময়ের অন্ধকার এবং ব্যর্থতাগুলো চূড়ান্ত নয়। যে কারণে তিনি লিখতে পারেন – ‘একদিন বৃষ্টি হবে/ব্যথিতের রক্তক্ষরণের/ গুঁড়ো গুঁড়ো দারিদ্রের শব্দে/ সূর্যের লাল চোখরাঙানি ঝরিয়ে/ শতাব্দী থেকে শতাব্দী দীর্ঘ আর্তনাদে/ ... একদিন বৃষ্টি হবে’ (বৃষ্টি)। জুননু’র এই আশাবাদের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ‘এয়া’ শিরোনামের কবিতাগুলো। ‘এয়া’ মেসোপটেমিয়ার পুরাণের চরিত্র; তার সঙ্গে আমাদের পরিচয় ঘটে মহাকাব্য গিলগামেশের সূত্রে। ‘এয়া’র এক পরিচয় হচ্ছে সে জ্ঞান এবং বিশুদ্ধ পানির দেবতা। জুননু’র কবিতায় ‘এয়া’ নতুন করে নির্মিত হয়। 'এয়া' হচ্ছে প্রার্থিত মানুষের, সময়ের স্বপ্ন।
 
জুননু’র কবিতার আরকেটি বৈশিষ্ট্যের কথা বলা দরকার। তার কবিতাকে আমি সচিত্র কবিতা বলে ভাবি, কেননা জুননু সহজে ছবি তৈরি করেন এবং পাঠকেরা তার সঙ্গে ওই ছবির ভেতরেই বসবাস করতে শুরু করেন। সেটা তার যে কোনো কবিতা পাঠ করলেই বোঝা যায়; যেমন – ‘মাকে খুব মনে পড়ছে/ অনেকগুলো ঝরে পড়া মুখরতা পরে/ সেদিন মা বসেছিলেন চৈত্রের বারান্দায়/ অভ্যেসের হাতপাখার বাতাসে/ বয়সগুলোর উড়ে যাওয়া ধানের চিটায়/ হাতির চোখে মিটি মিটি তাকাচ্ছিল মা'র সময়’ (মায়ের জন্যে কবিতা)।
 
জুননু রাইনের কবিতার এইসব বৈশিষ্ট্য কেবল আমাদের মনোযোগ দাবি করে তাই না, আমি মনে করি তার কবিতাকে এক ধরনের স্বাতন্ত্র্যও দেয়। সেই স্বাতন্ত্রের স্বাদ পেতে হলে তার কবিতা পড়তে হবে। তার এই কবিতা গ্রন্থ আমাদের জন্যে তার কবিতা পাঠের কাজটা সহজ করে দিয়েছে।
 
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৮
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।