বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত শিল্পকলা প্রতিষ্ঠান থেকে মনোনীত ৫০ জন শিল্পী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে অনুষ্ঠেয় এ ক্যাম্পে অংশ নেবেন।
আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারীরা ‘ভারত@৭০- গত ৭০ বছরে ভারতের উন্নতি’, ‘স্বাধীনতা যুদ্ধে বন্ধুত্বের বিজয়’, ‘ধর্ম যার যার, উৎসব সবার’, এবং ‘মৈত্রী’- এই চারটি বিষয় থেকে উপ-বিষয় নির্বাচন করতে পারবেন।
১৯ ফেব্রুয়ারি বিকেল ৫টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করবেন। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এএ