মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সানিডেইল স্কুলের শিক্ষার্থীরা প্রথমে সমবেতভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'বিশ্ববীণা রবে বিশ্বজন' গান ও নৃত্য পরিবেশন করে।
এরপর ক্ষুদে শিল্পিরা সুকুমার রায়ের 'সৎ পাত্র' ও 'নারদ নারদ' আবৃতি করে।
সমবেত সংগীতের পর মঞ্চে আসে উৎসবের অন্যতম আকর্ষণ ঝিনাইদহের নাট্যগোষ্ঠী দিশারী। দিশারী নাট্যগোষ্ঠীর পরিবেশনায় ছিল যাত্রাপালা অনুসন্ধান।
যাত্রাপালাটির গল্পকার রঞ্জন দেবনাথ, পরিচালনায় ছিলেন বাবু গোবিন্দ পাল।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আয়োজনে থাকছে 'ভালোবাসার গল্প ও গান'।
বিশেষ এদিনে নিজেদের ভালোবাসার গল্প বলবেন মুহাম্মদ জাফর ইকবাল দম্পতি, শিল্পী খায়রুল আনাম শাকিল ও কল্পনা আনাম, ডা. শাকিল আখতার ও আফসানা করিম এবং স্থপতি নিশাত আরা খন্দকার। এছাড়াও থাকছে ভালোবাসার গান। পরিবেশন করবেন শিল্পী তানজিনা করিম স্বরলিপি ও মফিজুর রহমান।
বাংলাদেশ সময়: ০৩৪৮ ঘণ্টা; ফেব্রুয়ারি ১৪, ২০১৮
এইচএমএস/এএটি