ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

উন্নত জাতি গঠনে সংস্কৃতি চর্চা করতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
উন্নত জাতি গঠনে সংস্কৃতি চর্চা করতে হবে সংবর্ধনা অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর-ছবি-বাংলানিউজ

ঢাকা: উন্নত জাতি হিসেবে নিজেদের গড়ে তুলতে সংস্কৃতি চর্চা ও চেতনা উন্নত করতে হবে। সঠিক ইতিহাস জানতে হবে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ছায়াবীথি আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা, প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর একথা বলেন।  

তিনি বলেন, ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর দীর্ঘ সময় এই দেশ উল্টো পথে চলেছে।

ইতিহাস বিকৃত করা হয়েছে। পাঠ্যপুস্তকে মিথ্যা লেখা হয়েছে, যা আমাদের সন্তানেরা পড়ে ভুল শিখেছে। এসব কাটিয়ে উঠতে আমাদের সঠিক ইতিহাস জানতে হবে।  

আলহাজ্ব মো. আজহার আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন-আব্দুল ওয়াদুদ দারা এমপি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী, অফিসার্স ক্লাবের মহিলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন, জার্মান প্রবাসী সাংবাদিক নাজমুন নেসা পিয়ারী, সাবেক অতিরিক্ত সচিব বিমল কুন্ডু, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ভূইয়া প্রমুখ।

অনুষ্ঠানে ভাষা সৈনিক মির্জা মাজহারুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। তিনি ভাষা আন্দোলনের স্মৃতিচারণ করেন।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
এমএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।