ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিল্প-সাহিত্য

কে আমায় রুখে ǁ আলেক্স আলীম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৭, মার্চ ৪, ২০১৮
কে আমায় রুখে ǁ আলেক্স আলীম

হুমায়ুন আজাদ আর
জাফর ইকবাল।
বদলাতে চেয়েছেন
সমাজের হাল।

কিলবিল করে ঐ
আঁধারের কীট।
ধর্মের নামে ওরা
করে যায় হিট।

চেতনাতো বাড়ে শুধু
মৃত্যু কি হয়!
ধর্মান্ধরা যত
হোক নির্দয়।

পরাজয় মানবো না
যাবো সম্মুখে।
বারুদেই বুক ভরা
কে আমায় রুখে!

বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।