এদিন বিকেল ৪টায় কেন্দ্রীয় শহিদ মিনারে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করবেন উদীচীর প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সভাপতি, গণসঙ্গীত শিল্পী গোলাম মোহাম্মদ ইদু।
উদ্বোধনী আয়োজনে এ ভূখণ্ডের প্রথিতযশা গণসঙ্গীতশিল্পীদের জীবন ও কর্ম নিয়ে সংকলন ‘গণসঙ্গীতের গণনায়কেরা’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।
প্রতিবছরের মতো এবারও ভারত থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকছেন গণসঙ্গীত শিল্পী বিমল দে। উৎসবে দেশের বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী ও সংগঠনসসমূহ অনুষ্ঠানে নিজ নিজ পরিবেশনা উপস্থাপন করবেন। এর আগে, সকাল ১০টায় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। এতে সব জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার বিজয়ীরা জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিবেন।
আগামী শক্রবার (৩০ মার্চ) শেষ হবে তিন দিনের এ উৎসব। এমনটাই জানিয়েছেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।
দেশের সবস্তরের মানুষের মধ্যে গণসঙ্গীতকে ছড়িয়ে দেওয়া, গণসঙ্গীতের প্রচার ও প্রসার এবং গণসঙ্গীতকে সঙ্গীতের একটি স্বতন্ত্র ধারা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু থেকেই কাজ করছে উদীচী। এর প্রতিষ্ঠাতা সভাপতি সত্যেন সেনের জন্মদিন উপলক্ষে ২০০৯ সাল থেকে প্রতিবছর এ উৎসব আয়োজন করে আসছে শিল্পীগোষ্ঠীটি।
বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এইচএমএস/এসআরএস