শনিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় শাহবাগের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটরিয়ামে এ আয়োজন করা হয়। এতে নজরুলগীতি পরিবেশন করবেন ফাতেমা তুজ জোহরা এবং পঞ্চ কবির গান পরিবেশন করেন কমলেশ কুমার দাস।
নজরুল সঙ্গীত এবং পঞ্চ কবির গানগুলো বাঙালি সংস্কৃতির অন্যতম ধারক-বাহক। সে হিসেবেই পহেলা বৈশাখে এ ধরনের আয়োজন বলে জানান আইজিসিসির পরিচালক জয়শ্রী কুন্ডু।
সন্ধ্যার আয়োজনে শিল্পী ফাতেমা তুজ জোহরা পরিবেশন করেন ভিন্ন ভিন্ন ধাচের নজরুল সঙ্গীত। কমলেশ কুমার দাস পরিবেশন করেন অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, দিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বিভিন্ন গান।
সন্ধ্যার এ আয়োজন দর্শকদের মনে সৃষ্টি করে আলোড়ন। মুগ্ধতার বৃষ্টিতে ভাসিয়ে দেয় পহেলা বৈশাখের সন্ধ্যা।
বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা; এপ্রিল ১৫, ২০১৮
এইচএমএস