আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
তিনি বলেন, ১৭ এপ্রিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন।
সাংস্কৃতিক পরিবেশনায় ‘দুঃখিনি বাংলা’ ও ‘মুজিব মানে আর কিছু না’ গানের কথায় সমবেত নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা। এসময় ওয়ার্দা রিহাব, দীপা খন্দকার ও অনিক বোসের পরিচালনায় একাধিক সমবেত নৃত্য পরিবেশিত হয়।
একক সংগীত পরিবেশন করেন শিল্পী এম এ মোমেন, ইয়াসমিন আলী, রাফি তালুকদার ও সুচিত্র রাণী সুত্রধর। দ্বৈত সংগীত পরিবেশন করেন শিল্পী সোহানুর রহমান ও মিম। আয়োজনে ঢাকা সাংস্কৃতিক দল ‘পশ্চিম দেশের গোসাই ঠাকুর’ এবং ‘সাড়ে সাত কোটি মানুষের আরেকটি নাম’ গানের কথায় দু’টি সমবেত সংগীত পরিবেশন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী তামান্না তিথি।
বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এইচএমএস/এসআরএস