ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

অজিতা গুহের রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা সোমবার

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
অজিতা গুহের রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা সোমবার

ঢাকা: জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এতে সঙ্গীত পরিবেশন করবেন কলকাতার জনপ্রিয় শিল্পী অজিতা গুহ। 

অনুষ্ঠানটি আয়োজন করেছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি)। অনুষ্ঠিত হবে সোমবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

অজিতা গুহ কলকাতার ইস্টার্ন জোন কালচারাল সেন্টার ও শান্তিনিকেতনে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সঙ্গীত পরিবেশন করেছেন। ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে গঠিত সাংস্কৃতিক সংগঠন ‘মিলাতি’তে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শ্রোতামুগ্ধ করেন এ শিল্পী। এছাড়াও তিনি বিভিন্ন টেলিভিশনে নিয়মিত সঙ্গীত পরিবেশন করেন।

অজিতা গুহ কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় অনার্স এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি কলকাতার রামমোহন মিশন স্কুলে বাংলার শিক্ষিকা হিসেবে কর্মরত।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।