আগামী বুধবার (৯ মে) জাতীয় জাদুঘরের প্রধান মিলতায়তন কক্ষে নাচ, গান, আবৃত্তি, ইয়োগাসহ (যোগ ব্যায়াম) নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হবে আইজিসিসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
অনুষ্ঠানে ‘মে মাসে জন্ম নেওয়া বাংলা ভাষার দুই মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সম্মানে’ নানা সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে হাজির হবেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মে ০৭, ২০১৮
এনএইচটি/আরআর