ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শিলাইদহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, মে ৭, ২০১৮
রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শিলাইদহ রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শিলাইদহ

কুষ্টিয়া: ২৫ বৈশাখ ১৪২৫। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী। দিবসটি উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহে তিনদিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতীয় পর্যায়ে দিবসটি উদযাপনের আয়োজন করছে কুষ্টিয়া জেলা প্রশাসন।  

মঙ্গলবার (০৮ মে/২৫ বৈশাখ) দুপুরে তিনদিনের নানা আয়োজনের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

 রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শিলাইদহ

কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান জানান, কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (০৮ মে) থেকে বৃহস্পতিবার (১০ মে) পর্যন্ত নানা অনুষ্ঠান চলবে। এজন্য মঞ্চ প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে সার্বিক আয়োজন সফল হবে বলে আশা করছি।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মে ০৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।