২৫ বৈশাখ মঙ্গলবার (৮ মে) কাছারিবাড়ি অডিটোরিয়ামে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন।
জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর মোহাম্মদ শামছুজ্জামান, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর শেখ আব্দুল হামিদ লাভলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হোসাইন খান প্রমুখ।
আলোচনা সভা শেষে শাহজাদপুর ও সিরাজগঞ্জ রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে, কবির স্মৃতিধন্য শাহজাদপুর কাছারিবাড়িসহ বিভিন্ন স্থাপনা নানা রঙে সাজানো হয়েছে। কবির জন্মবার্ষিকী উপলক্ষে দর্শনার্থীদের জন্য কাছারিবাড়ি জাদুঘরটি উন্মুক্ত রাখা হয়েছে। অনুষ্ঠান ঘিরে ঢল নেমেছে রবীন্দ্র ভক্তদের। দেশের বিভিন্ন এলাকা, এমনকি ভারত থেকেও পর্যটক এসেছেন কাছারিবাড়ির অনুষ্ঠানে। বুধবার (৯ মে) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মে ৮, ২০১৮
এসআই