ঢাকা, রবিবার, ১৮ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

দেশব্যাপী দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জুলাই ৫, ২০১৮
দেশব্যাপী দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব সাংস্কৃতিক সভায় বক্তব্য রাখছেন বক্তারা। ছবি: বাংলানিউজ

ঢাকা: তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চার প্রসার ও বিস্তৃতি ঘটানোর লক্ষ্যে দেশের ৬৪টি জেলায় আগামী ২০ থেকে ২১ জুলাই দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

এ বিষয়ে বৃহস্পতিবার (৫ জুলাই) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

সভায় জানানো হয়, দেশব্যাপী এ সাংস্কৃতিক উৎসবে স্থানীয় শিল্পীদের রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, আধুনিক গান, দেশাত্ববোধক গান, কবিতা আবৃত্তি, একক অভিনয়, পল্লীগীতি, লালনগীতি, লোকগীতি, আঞ্চলিক গান, জারি-সারি, মুর্শিদী গান ইত্যাদি পরিবেশিত হবে। এছাড়া স্থানীয় সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে এমন বিষয়ও ফুটিয়ে তোলা হবে উৎসবে।

এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সময়ে সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ওপর নির্মিত বিভিন্ন ভিডিও, তথ্যচিত্র ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ভিডিও এবং তথ্যচিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শিত হবে। এ উৎসবের প্রচার কার্যক্রমে
সহযোগিতা করবে তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদফতর।

সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত
সচিব মসিউর রহমান, রোকসানা মালেক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক
লিয়াকত আলী লাকী, গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক আশীষ কুমার সরকার, প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক আলতাফ হোসেন, গণযোগাযোগ অধিদফতরের পরিচালক শাহেনুর মিয়া, জেলা প্রশাসনের প্রতিনিধিরা, জেলা কালচারাল অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮
এইচএমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।