অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
১৯৯০ সালে গ্রামের গুরু এমএ হানজলা এবং আব্দুল মালিক সরকারের সহচর্যে প্রথমবারের মতো গান গাওয়া শুরু করেন শরীফ সাধু।
দেশের বিভিন্ন জেলার অসংখ্য স্কুল-কলেজে তিনি সঙ্গীত পরিবেশন করেছেন। বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের গণসংযোগ অধিদপ্তরের দোতারা বাদক হিসেবে কর্মরত এবং বাংলাদেশ টেলিভিশন ও রেডিও বাংলাদেশের তালিকাভুক্ত শিল্পী।
এসব ছাড়াও, বিখ্যাত চলচ্চিত্র 'মনপুরা'র নেপথ্য সঙ্গীতে দোতারা বাজিয়ে পরিচিতি লাভ করেছেন। হারিয়ে যেতে বসা বাউল সঙ্গীতের ঐতিহ্য নিয়ে বিশিষ্ট লালন ব্যক্তিত্ব আব্দুল মান্নানের সঙ্গে গবেষণা কাজে নিয়োজিত শরীফ সাধু।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮
এনএইচটি/এএ