প্রথম দিনের মতো শনিবার (৮ সেপ্টেম্বর) সমাপনী আসরে সংস্থার নির্ধারিত শিল্পীদের পাশাপাশি রবীন্দ্রনাথের গীতবিতান থেকে নির্বাচিত পূজা, প্রেম, প্রকৃতি, স্বদেশ ও বিচিত্র পর্যায়ের গান পরিবেশন করেন আমন্ত্রিত বরেণ্য শিল্পীরা।
এদিন সন্ধ্যায় একক গান পরিবেশন করেন ফাহমিদা হোসেইন, পীযূষ বড়ুয়া, গোলাম হায়দার, বিষ্ণু মল্ল, শাফিকুর রহমান খান, খোকন চন্দ্র দাস, খন্দকার আবুল কালাম, মাখন হাওলাদার, আহমেদ জিয়াউর রহমান, সুবাহ্ আকবর, টিপু চৌধুরী, তপন কুমার সরকার, নির্ঝর চৌধূর, খন্দকার খাইরুজ্জামান কাইয়ুম, ফেরদৌসী কাকলী, কাকলী গোস্বামী, মিতা দে, রাবিতা সাবাহ, রমা বাড়ৈ, সীমা সরকার, সাঈদা হোসেইন পাপড়ি, অপর্ণা খান, বনানী দত্ত, অনিকেত আচার্য্য, তপন মাহমুদ, সাজেদ আকবর, সালমা আকবর, আমিনা আহমেদ, মহাদেব ঘোষ, অনিরুদ্ধ সেনগুপ্ত, কনক খান, সুমাইয়া ফারাহ খান প্রমুখ।
‘অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে’, ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসারে’, ‘অন্ধজনে দেহো আলো’, ‘প্রভু আমার প্রিয় আমার’, ‘আষাঢ় কোথা হতে আজ পেলি’, ‘চোখের আলোয় দেখেছিলেম’ রবিঠাকুরের অমিয় বানী আর সুরের এসব গানে রাবীন্দ্রিক চেতনায় মূর্ত হয়ে উঠে সমগ্র মিলনায়তন।
‘অহংকার চূর্ণ করো/প্রেমে মন পূর্ণ করো’ স্লোগানে ৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শুরু হয় দুইদিনের এ রবীন্দ্র স্মরণানুষ্ঠান।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এইচএমএস/এনএইচটি