রোববার (৯ সেপ্টেম্বর) বিকেলে পরিচালনা বোর্ডের সভাপতি ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় যেসব সিদ্ধান্তসমূহ গৃহিত হয় তার মধ্যে অন্যতম হলো- নীতিমালার আলোকে কারুপণ্য সংগ্রহ, লোক-কারুশিল্প সংক্রান্ত গবেষণা ও প্রকাশনা জোরদারকরণ, সেমিনার-সিম্পোজিয়াম আয়োজন, ফাউন্ডেশনের বাজেট অনুমোদন প্রভৃতি।
সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. আব্দুল মান্নান ইলিয়াস, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা মালেক এনডিসিসহ পরিচালনা বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এইচএমএস/আরবি