১৯৫০ সালের ১১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা শিল্পী শাহাবুদ্দীন ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতক শেষ করে উচ্চতর ডিগ্রির জন্য চলে যান প্যারিসে। পরে পেশাদার শিল্পী হিসেবে সেখানেই শুরু করেন কর্মজীবন।
এ শিল্পী তার শিল্পকর্মে নারী চিত্রকর্মগুলোকে তুলে ধরেছেন তাদের চিরায়ত কোমলতা, দ্যুতির স্পন্দন আর স্নিগ্ধতায়। মিহি কাপড়ের মাধ্যমে নারীকে আবৃত করে তার শারীরিক সৌন্দর্যের দ্যুতি তুলে ধরেন রমনীর অলৌকিক ও অসীম শক্তি বিচ্ছুরণের মধ্য দিয়ে। আর সেসব ছবিসহ আরও অন্যান্য ছবি নিয়ে তিনি অংশগ্রহণ করেছেন দেশ-বিদেশের বহু একক ও দলগত প্রদর্শনীতে।
শিল্পীর জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে নানান অনুষ্ঠান।
সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জন্মদিন উদযাপন জাতীয় কমিটির সভাপতি প্রফেসর আবদুল মান্নান। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী অধ্যাপক নিসার হোসেন, শিল্পকলা একাডেমির চিত্রকলা বিভাগের পরিচালক আশরাফুল আলম পপলু, শিল্পী মনিরুজ্জামানসহ অনান্য ব্যক্তিরা।
সম্মেলনে জানানো হয়, ১১ সেপ্টেম্বর বিকেল ৫টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে জন্মদিনের মূল অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সভাপতিত্ব করবেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে ভারতীয় সাংবাদিক অজয় রায়ের একটি প্রামান্যচিত্র প্রদর্শিত হবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
শিল্পীর জন্মদিন উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার ডিন শিল্পী অধ্যাপক নিসার হোসেন বলেন, সমকালীন শিল্পকলার মাধ্যমে মুক্তিযুদ্ধের ছবি এঁকে তিনি তা সারাবিশ্বের সামনে তুলে ধরেছেন। এটা আমাদের এক অনন্য প্রাপ্তি। তিনি এমন একজন শিল্পী, যাকে সম্মান জানালে গোটা দেশ ও মুক্তিযুদ্ধকে সম্মান জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এইচএমএস/আরআইএস/