ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

আইজিসিসির ‘কিশোর কুমার নাইট’ অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
আইজিসিসির ‘কিশোর কুমার নাইট’ অনুষ্ঠিত সংগীত পরিবেশন কণ্ঠশিল্পী আতিক হাসান ও রাজশ্রী আচার্য। ছবি: বাংলানিউজ

ঢাকা: ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইউবি) সম্মিলিত আয়োজনে ‘কিশোর কুমার নাইট’ শীর্ষক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাতে এআইউবি’র কুড়াতলি, খিলক্ষেত ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আয়োজনে সংগীত পরিবেশন কণ্ঠশিল্পী আতিক হাসান ও রাজশ্রী আচার্য।

এ সময় তারা যৌথকণ্ঠে 'দেখা এক খোয়াব ও সিলসিলে হুয়ে', 'তেরে মেরে মিলন কি'সহ একক কণ্ঠে বিভিন্ন সংগীত পরিবেশন করেন।

এরমধ্যে আতিক হাসানের কণ্ঠে 'হামে তুমছে পেয়ার কিতনা' ও 'আজ এই দিনটাকে' দর্শকদের অনুরণিত করে। এছাড়া মুগ্ধতা ছড়ায় রাজশ্রী আচার্যের কণ্ঠের 'তু যাহা যাহা চালেগা' ও 'চুরালিয়া হে তুমনে যো দিলকো' গান দু'টি। এছাড়া আয়োজনে কিশোর কুমারের প্রায় ১৫ এর অধিক সংগীত পরিবেশন করা হয়।

সবার জন্য উন্মুক্ত এ আয়োজনে গানে গানে দর্শকদের মন ভরিয়ে দেন শিল্পীরা। আয়োজন শেষে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পক্ষ থেকে শিল্পীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।