ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

শিল্প-সাহিত্য

বরিশালে দুই দিনব্যাপী জীবনানন্দ মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৪, অক্টোবর ২৩, ২০১৮
বরিশালে দুই দিনব্যাপী জীবনানন্দ মেলা শুরু প্রতীকী

বরিশালে: বরিশালে শুরু হয়েছে দুই দিনব্যাপী জীবনানন্দ কবিতা মেলা-২০১৮।

সোমবার (২২ অক্টোবর) সকালে নগরের সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।

এরপর কবি জীবনানন্দ দাশের প্রতিকৃতিতে পুষ্পার্ষ্য অর্পণ করা হয়।

পরে একটি শোভাযাত্রা বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার আয়োজনে মেলার অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আলোচনা সভা, আবৃত্তি ও গান প্রতিযোগিতা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী।  

দুই দিনব্যাপী এ মেলা শেষ হবে আগামী ২৩ অক্টোবর।

বাংলাদেশ সময়: ২০১০ ঘন্টা, অক্টোবর ২২, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।