ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

কাজী শাহেদের উপন্যাস ‘অপেক্ষা’র প্রকাশনা উৎসব শুক্রবার

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
কাজী শাহেদের উপন্যাস ‘অপেক্ষা’র প্রকাশনা উৎসব শুক্রবার কাজী শাহেদ আহমদ, ফাইল ফটো

ঢাকা: জেমকন গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট লেখক কাজী শাহেদ আহমদের উপন্যাস ‘অপেক্ষা’ প্রকাশিত হবে আসছে ৩০ নভেম্বর শুক্রবার। এ দিন বিকেল ৪টায় বাংলা একাডেমিতে এর প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে।

বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনের এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলামের। এছাড়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক সামসুজ্জামান খান।

জনপ্রিয় এ লেখকের উপন্যাসটির প্রকাশ উৎসবে আরও অংশ নেবেন- জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদ, কথাসহিত্যিক পারভেজ হোসেন এবং কবি শামীম রেজা।

এদিকে, অনুষ্ঠানটি সফল করতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছেন কাগজ প্রকাশনের উপদেষ্টা শামীম রেজা।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।