ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

ঐহিক বাংলাদেশের কবিতার আসর ‘কবির সঙ্গে’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
ঐহিক বাংলাদেশের কবিতার আসর ‘কবির সঙ্গে’ কবিতার আসর ‘কবির সঙ্গে’

বিচিত্র বিষয় নিয়ে আয়োজনের ধারাবাহিকতায় ঢাকার দীপনপুরে একটি সাহিত্য আড্ডার আয়োজন করছে ঐহিক বাংলাদেশ।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেল ৫টায় ‘কবির সঙ্গে’ শীর্ষক এ আড্ডার মধ্যমণি হিসেবে থাকছেন কবি জুয়েল মাজহার।  

আড্ডায় কবির সঙ্গে উপস্থিত থাকবেন- কবি ফরিদ কবির, কাজল শাহনেওয়াজ, সরকার মাসুদ, সৈয়দ তারিক, চঞ্চল আশরাফ, ফরিদা মজিদ, আশরাফ আহমেদ, শামসেত তাবরেজী, মুজিব মেহদী প্রমুখ।

ঐহিক বাংলাদেশের সম্পাদক মেঘ অদিতি এক বার্তায় বলেছেন, ‘কবির সঙ্গে’ একটি নির্মল সাহিত্য আড্ডা হয়ে ওঠার লক্ষ্যে আগ্রহী কবিতাপ্রেমীদের অপেক্ষায়।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।