ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

কিশোরগঞ্জে চিত্রশিল্পী এমএ কাইয়ুম স্মরণসভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
কিশোরগঞ্জে চিত্রশিল্পী এমএ কাইয়ুম স্মরণসভা চিত্রশিল্পী এমএ কাইয়ুম স্মরণসভা। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বরেণ্য কৃতী সন্তান শিল্পাচার্য জয়নুল আবেদীনের ছাত্র ও সহকর্মী চিত্রশিল্পী এমএ কাইয়ুমের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জুন) দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবের সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভার আয়োজন করে চিত্রশিল্পী এমএ কাইয়ুম স্মরণসভা কমিটি, কিশোরগঞ্জ।

 

স্মরণসভা কমিটির আহ্বায়ক শিক্ষাবিদ আবু খালেদ পাঠানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লেখক ও গবেষক অতিরিক্ত সচিব (অব.) ড. মোহাম্মদ আলী খান।  

স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও স্মরণসভা কমিটির সদস্য সচিব আহমেদ উল্লাহ।  
 
কবি আবুল এহসান অপুর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক বিশিষ্ট ছড়াকার আনজীর লিটন, অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী, অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরী, লেখক মু. আ. লতিফ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহমেদ রাজন, বিশিষ্ট ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, মরহুম চিত্রশিল্পী এমএ কাইয়ুমের ছেলে এমএ কাব্বিহ পারভেজ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।