মানিক মোহাম্মদ রাজ্জাক-এর লেখা ‘১৯৭১: বিদেশি গণমাধ্যমে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’- বই নিয়ে এদিন সন্ধ্যা ৬টায় ২৩০ নিউ এলিফ্যান্ট রোড (কাঁটাবন সিগন্যাল থেকে একটু দূরে) দীপনপুর বুকশপে এ মাসের প্রথম বইআড্ডা অনুষ্ঠিত হবে।
আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
শ্রাবন প্রকাশনীর প্রকাশক রবীন আহসান বলেন, শ্রাবণ বইগাড়ি আগামী ১৯ মাসে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে সামনে রেখে বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত ৪০টি বাছাই বই নিয়ে এই বই আড্ডার আয়োজন করবে।
ঢাকা ইনিশিয়েটিভের সমন্বয়ক পার্থ সারথি দাস বলেন, এই আয়োজনে আমরা যুক্ত থাকতে পেরে ভীষণ খুশি। কারণ এই প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর যাপিত জীবনের কর্ম তুলে ধরলে তারা আলোকিত হবে।
উদ্যোগের মিডিয়া পার্টনার কালের কণ্ঠ, জিটিভি ও চ্যানেল আই।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
জেডএস