ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

সিরাজগঞ্জে বাংলাদেশ-ভারত  নজরুল সম্মেলন অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
সিরাজগঞ্জে বাংলাদেশ-ভারত  নজরুল সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত  নজরুল সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নজরুল একাডেমি সিরাজগঞ্জ ও ভারতের কলকাতা অগ্নিবীণা নজরুল চর্চা কেন্দ্রের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ। এছাড়াও পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, বিমল কুমার দাস এবং সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।  

সিরাজগঞ্জ নজরুল একাডেমির সভাপতি হেলাল আহম্মেদ বাংলানিউজকে জানান, জাতীয় কবির ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল একাডেমির উদ্যোগে নজরুল সম্মেলনের আয়োজন করা হয়। এতে ভারতের অগ্নিবীনা নজরুল চর্চা কেন্দ্রের খ্যাতনামা শিল্পীরা সংগীত পরিবেশন করেন।  

বাংলাদেশ সময় : ০৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এমআরএ/ এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।