ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

শিল্প-সাহিত্য

আবৃত্তিশিল্পী কামরুল হাসান মঞ্জু মারা গেছেন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৮, সেপ্টেম্বর ২২, ২০১৯
আবৃত্তিশিল্পী কামরুল হাসান মঞ্জু মারা গেছেন

ঢাকা: প্রতিথযশা আবৃত্তিশিল্পী কামরুল হাসান মঞ্জু মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। 

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আবৃত্তিশিল্পী আহকাম উল্লাহ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।  

কামরুল হাসান মঞ্জুর সহকর্মী ও আবৃত্তিশিল্পী মীর মাশরুর জামান রনি বাংলানিউজকে জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাসায় অসুস্থ হলে কামরুল হাসানকে দ্রুত আশিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। রাতেই তার মরদেহ দাফনের জন্য যশোর নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।  

আবৃত্তি চর্চার পাশাপাশি লেখালেখিও করতেন কামরুল হাসান মঞ্জু।  

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
এইচএমএস/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।