ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

রাজশাহীতে জীবনানন্দ কবিতা মেলা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
রাজশাহীতে জীবনানন্দ কবিতা মেলা শুরু

রাজশাহী: রাজশাহীতে কবিকুঞ্জের আয়োজনে দুই দিনব্যাপী জীবনানন্দ কবিতা মেলা শুরু হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে রাজশাহীর শাহ মখদুম (রহ.) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন কবি মাকিদ হায়দার।

কবিকুঞ্জের সভাপতি প্রফেসর কবি রুহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

 

অনুষ্ঠানে রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, কবিকুঞ্জ সারা বছর বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করে। যেখানে বিভিন্ন ক্ষেত্রের দিকপালদের সমাগত ঘটে। এ আয়োজনের জন্য কবিকুঞ্জকে ধন্যবাদ জানাই।

আগামীতে বারে বারে এ রকম অনুষ্ঠান রাজশাহীতে হবে-এটিই কামনা করেন মেয়র।  

এতে বিশেষ অতিথির বক্তব্যে উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক বলেন, আমাদের বাহ্যিক কাঠামো ঠিক হচ্ছে, তেমনি আমাদের অভ্যন্তরীণ কাঠামোরও সামগ্রিক উন্নয়ন প্রয়োজন আছে। পশ্চাতে রেখেছ যারে, সে তোমাকে পশ্চাতে টানিছে-এ কথাটি দেশের মানুষকে মনে রাখতে হবে। যতোই তুমি দেশের সাধারণ মানুষকে পেছনে ফেলে রাখবে, ততোই তোমার পেছন টান পড়বে, সামনে এগুতে পারবে না। পৃথিবীর বড় বড় দেশে এটি ঘটে না, দুর্ভাগ্যক্রমে এখনো আমরা এ ধরনের সমাজ নির্মাণ করতে পারিনি।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর সভাপতি ভাষাসৈনিক আবুল হোসেন, বিশিষ্ট অর্থনীতিবিদ ও রবীন্দ্র গবেষক প্রফেসর সনৎ কুমার সাহা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য কবি আসাদ মান্নান, কবি ও গবেষক ড. তসিকুল ইসলাম রাজা প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।