ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

পান্নার কবিতা বই ‘সুদূর পথের বাঁক পেরিয়ে’ প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
পান্নার কবিতা বই ‘সুদূর পথের বাঁক পেরিয়ে’ প্রকাশ

ঢাকা: কবি ও সাংবাদিক জান্নাতুল ফেরদৌস পান্না’র চতুর্থ কবিতার বই ‘সুদূর পথের বাঁক পেরিয়ে’ প্রকাশ পেয়েছে।  

আসন্ন বাংলা একাডেমি বইমেলাকে কেন্দ্র করে এ কবিতার বই প্রকাশ করেছে দোয়েল প্রকাশনী। মেলায় দোয়েল প্রকাশনীর ২১৫-২১৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।

এছাড়াও মেলাকালীন বাংলা একাডেমি প্রাঙ্গনের ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টলেও মিলবে এ বই।

এ কবিতা বইয়ের নাম কবিতাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা। এছাড়াও এ বইয়ে জাতির পিতাকে নিয়ে আরও কিছু কবিতা পাওয়া যাবে। এর বাইরে আছে প্রেম ও দ্রোহের বেশ কিছু কবিতা।

সুদূর পথের বাঁক পেরিয়ে কবিতার বইটির সাফল্য কামনা করে দোয়েল প্রকাশনীর প্রকাশক তাপস কর্মকার বলেন, এ বইটিতে অসাধারণ কিছু কবিতা আছে।

১৯৮৩ সালের ১০ মার্চ কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানাধীন চরপাড়াতলা গ্রামে জন্মগ্রহণ করেন জান্নাতুল ফেরদৌস পান্না। এর আগে ৩টি কবিতার বই প্রকাশ পেয়েছে পান্নার। এছাড়া ২০১৬ সালের একুশে বই মেলায় সাত নারী কবির সঙ্গে ‘সপ্ত শৈলী’ নামে তার আরও একটি যৌথ কবিতার বই প্রকাশ পায়। কবিতা ছাড়াও তিনি ছড়া, ছোট গল্প ও প্রবন্ধ লেখেন। তার ২টি ছড়ার বই রয়েছে।

ক্যাপশন: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এমএইচ/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।