ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে ‘বসন্তের সুর’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে ‘বসন্তের সুর’ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে ‘বসন্তের সুর’।

ঢাকা: ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে আয়োজিত হতে যাচ্ছে সঙ্গীতানুষ্ঠান বসন্তের সুর

বুধবার (৪ ফেব্রুয়ারি) হাই কমিশনের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে আগামী ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় সঙ্গীতানুষ্ঠান হবে।

এতে উপস্থিত থাকবেন সঙ্গীতশিল্পী স্বপ্নীল সজিব, তামান্না প্রমি এবং নাঈম খান ডান্স কোম্পানি।

সঙ্গীতশিল্পী স্বপ্নীল সজিব বাংলাদেশ শিল্প একাডেমিতে সঙ্গীত বিষয়ে চার বছরের ডিপ্লোমা কোর্স করেন। ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, দুবাইসহ অনেকে দেশেই বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়েছেন স্বপ্নীল। পেয়েছেন অনেক পুরস্কারও।

বাংলাদেশি টিভি চ্যানেল এনটিভির রিয়েলিটি শো মার্ক্স অল রাউন্ডার বিজয়ী তামান্না প্রমির প্রথম একক সঙ্গীত অ্যালবাম প্রাপ্তি। তিনি ভারত, কানাডা, মালয়েশিয়া, নেপাল, ভুটান ও দুবাইতে বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানে গান গেয়েছেন।

আবু নাঈম বাংলাদেশের একজন নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক। নাঈম খান ডান্স কোম্পানির পরিচালক তিনি। দেশে ও বিদেশে অনেক অনুষ্ঠানে তিনি নৃত্য পরিবেশন ও পরিচালনা করেছেন।

আগ্রহী সবাইকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।