ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

শিল্প-সাহিত্য

কবিতা আর গানে গানে রবীন্দ্র ধারায় বসন্ত উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৩, ফেব্রুয়ারি ২৯, ২০২০
কবিতা আর গানে গানে রবীন্দ্র ধারায় বসন্ত উদযাপন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে রবীন্দ্র ধারায় বসন্ত উদযাপন। ছবি: বাংলানিউজ

ঢাকা: কবিতা আর গানে গানে রবীন্দ্র ধারায় বসন্ত উদযাপন করা হয়েছে রাজধানীর ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার ভাস্কর বন্দ্যোপাধ্যায় এবং সংগীত পরিবেশন করেন গায়িকা ছায়া কর্মকার।

অনুষ্ঠানের শুরুতেই ভাস্কর বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের 'শেষ বসন্ত' কবিতা পাঠ করেন। কবিতা শেষ হতেই ছায়া কর্মকার পরিবেশন করেন ‘আকাশ আমায় বললো আলোয় আলোয়’ গানটি।

পরে ভাস্কর বন্দ্যোপাধ্যায় পর্যায়ক্রমে এক গাঁয়ে, উদ্বোধন, হঠাৎ দেখা, বাঁশি, ভানুসিংহের পদাবলি, শেষের কবিতা উপন্যাসের অংশবিশেষ পড়ে শোনান উপস্থিত দর্শকদের।

একইসঙ্গে আহা আজই বসন্তে, চাঁদের আলো, ফাগুনের হাওয়া, আজ খেলা ভাংগার খেলাসহ বিভিন্ন গানে মাতিয়ে রাখেন ছায়া কর্মকার।

দীর্ঘ দু’ঘন্টা টানা কবিতা আর গান পরিবেশন করেন এ দুই গুণী শিল্পী।

এ সময় ভারতীয় হাই কমিশনের কর্মকর্তাসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
পিএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।