ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

শিল্প-সাহিত্য

বনানীতে চিরনিদ্রায় শায়িত হবেন মুর্তজা বশীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৫, আগস্ট ১৫, ২০২০
বনানীতে চিরনিদ্রায় শায়িত হবেন মুর্তজা বশীর চিত্রশিল্পী মুর্তজা বশীর

ঢাকা: রাজধানীর বনানী কবরস্থানে স্ত্রী আমিনা বশীরের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীর।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে এভারকেয়ার হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান মুর্তজা বশীরের বড় মে‌য়ে মু‌নিরা বশীর।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে বাদ আসর আব্বার দাফন সম্পন্ন হবে।

এর আগে সকালে করোনা ভাইরাসে আক্রান্ত অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুর্তজা বশীর।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
ডিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।