ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

এবার হচ্ছে না ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
এবার হচ্ছে না ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট

ঢাকা: প্রতি বছর দক্ষিণ এশিয়ার লোকসংগীতের সবচেয়ে বড় উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে অগণিত মানুষ। কিন্তু বিশ্বব্যাপী কোভিড-১৯ পরিস্থিতির কারণে এবারের আয়োজন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশন।

সোমবার (১২ অক্টোবর) সান ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রতি বছর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট, যেখানে হাজারো দর্শকের উপস্থিতি আর দেশি-বিদেশি শিল্পীদের আবেগ, অনুভূতি, সুর মিলেমিশে একাকার হয় লোকগানে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর অর্থাৎ ২০২১ সালে উৎসবটি আয়োজনে আশাবাদী সান ফাউন্ডেশন। তাদের প্রত্যাশা, বরাবরের মতো সবার বিপুল সমর্থন ও সহযোগিতায় আন্তর্জাতিক লোকসংগীত উৎসব আবারও সফলভাবে আয়োজিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
ডিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।