ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

প্রকাশিত হলো কবিতা পত্রিকা ‘দৈনিক বজ্রকণ্ঠ’র ১০০০তম সংখ্যা

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২০
প্রকাশিত হলো কবিতা পত্রিকা ‘দৈনিক বজ্রকণ্ঠ’র ১০০০তম সংখ্যা প্রকাশিত হলো ‘দৈনিক বজ্রকণ্ঠ’-এর ১০০০তম সংখ্যা

প্রকাশিত হলো দৈনিক কবিতা পত্রিকা ‘দৈনিক বজ্রকণ্ঠ’-এর ১০০০তম সংখ্যা।  

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে এই দৈনিক কবিতা পত্রিকার ১০০০তম সংখ্যাটি প্রকাশিত হয় বুধবার (২১ অক্টোবর)।

পৃথিবীর দীর্ঘস্থায়ী দৈনিক কবিতা পত্রিকাটির সম্পাদক তরুণ কবি রাজেশ চন্দ্র দেবনাথ।  

‘দৈনিক বজ্রকণ্ঠ’ ভারত ও ভারতের বাইরে বসবাসকারী সব পাঠকের কাছে বেশ পরিচিত। বাংলা ভাষার পাশাপাশি বিশ্বের বিভিন্ন ভাষার কবিতা ছাড়াও কবিতা বিষয়ক গদ্য, সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এই পত্রিকায়। বাংলাদেশের বহু নবীন ও প্রবীণ কবিরা এই পত্রিকায় লিখছেন নিয়মিত।

                           দৈনিক কবিতা পত্রিকা ‘দৈনিক বজ্রকণ্ঠ’-এর সম্পাদক তরুণ কবি রাজেশ চন্দ্র দেবনাথ

কবিতা পত্রিকা ‘দৈনিক বজ্রকণ্ঠ’-এর প্রকাশ শুরু হয়েছিল ২০১৮ সালের ২৬ জানুয়ারি। প্রথমে অনলাইন সংস্করণে প্রকাশিত হয় ৫৯৯টি সংখ্যা। এরপর কবিতা পত্রিকাটির ৬০০তম সংখ্যা থেকে অনলাইনের পাশাপাশি প্রতিদিন মুদ্রণ সংস্করণ শুরু হয়।

অনলাইন ও মুদ্রণসহ ২১ অক্টোবর পর্যন্ত এই পত্রিকার মোট ১০০০টি সংখ্যা প্রকাশিত হয়েছে।

দৈনিক বজ্রকন্ঠ-এর হাজারতম সংখ্যা বিশ্বে দৈনিক কবিতার ইতিহাসে একটি মাইলফলক। এই সংখ্যাটিতে লিখেছেন ২০৫ জন লেখক। নিরবচ্ছিন্নভাবে প্রকাশিত দৈনিক কোনো কবিতা পত্রিকা এতদিন স্থায়ী হয়নি।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।