ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বিস্তারের সমাজ অধ্যয়নমূলক আন্তর্জালিক সভার ৩য় পর্ব মঙ্গলবার রাতে

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
বিস্তারের সমাজ অধ্যয়নমূলক আন্তর্জালিক সভার ৩য় পর্ব মঙ্গলবার রাতে

ঢাকা: শিল্পসংগঠন বিস্তারের পক্ষ থেকে সম্প্রতি ‌'সময়ের সমাজপাঠ' শিরোনামে একটি সমাজ অধ্যয়নমূলক আন্তর্জালিক আলোচনা ও সংলাপসভার আয়োজন করা হয়েছে। এর তৃতীয় পর্বটি অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর (মঙ্গলবার), রাত ১০টায়।

মঙ্গলবার বিস্তার থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজকের বিষয় 'বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতির সমাজতত্ত্ব'। এই সভার মুখ্য আলোচকের দায়িত্ব পালন করবেন এ সময়ের অন্যতম মেধাবী ও সক্রিয় সমাজবিজ্ঞানী খন্দকার সাখাওয়াত আলী, পেশাগতভাবে যিনি একজন শিক্ষক, গবেষক এবং ত্রৈমাসিক 'প্রতিচিন্তা' পত্রিকার সম্পাদক। তাঁর সঙ্গে সূত্রধরের ভূমিকায় থাকবেন লেখক ও চিন্তক আলম খোরশেদ।

এই আসরে সরাসরি যোগ দেয়ার জুম লিংক: https://us02web.zoom.us/j/82244766488?pwd=cE1tYU5EaW9yRmRIVWdHbG1kVzMyUT09

Meeting ID: 822 4476 6488

Passcode: bistaar

আর, বিস্তার-এর ফেইসবুক পেইজ থেকে অনুষ্ঠানটি লাইভ দেখার লিংক: https://www.facebook.com/chittagongartscomplex/

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।