ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

শিল্প-সাহিত্য

হাকালুকিতে পাখি হত্যার দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১০, ডিসেম্বর ৩, ২০২০
হাকালুকিতে পাখি হত্যার দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

মৌলভীবাজার: মৌলভীবাজারের হাকালুকি হাওরে পরিযায়ী পাখি হত্যার অপরাধে দুই ব্যক্তিকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান রুহুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও আল ইমরান বলেন, পরিযায়ী পাখি হত্যার বিষয়ে খবর পেয়ে আমরা বুধবার (২ ডিসেম্বর) রাতে জুড়ী উপজেলার হাকালুকি হাওরে অভিযান চালাই। অভিযানে পরিযায়ী পাখি হত্যার অপরাধে দুই ব্যক্তিকে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন, ২০১২ এর আওতায় এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

পরিযায়ী পাখি শিকারিদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
বিবিবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।