ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

অক্ষমতা পাগলা ঘোড়া

আবু মুসা চৌধুরী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
অক্ষমতা পাগলা ঘোড়া আবু মুসা চৌধুরী

অক্ষমতা পেটে-ভাতে
হাতে-নাতে রাত-বিরাতে, সন্ধ্যায়
অক্ষমতা সাথে সাথে
কদ ও ক্বাথে ছাতে, রজনীগন্ধায়।

অক্ষমতা মধুপ আমার
ধ্রুপদ ধামার
আমার, আমার, আমার।

অক্ষমতা মুখপোড়া তুই
দুধচোরা গো
অক্ষমতা পাগলা ঘোড়া
ঝর্না ঝোরা বিষফোঁড়া গো।

অক্ষমতা বাটারবন
অক্ষমতা সুন্দরবন
অক্ষমতা চানাচুর
অক্ষমতা সিঙ্গাপুর
অক্ষমতা নুরুন নাহার
অক্ষমতা কাঁটা পাহাড়।

অক্ষমতা বাদুরতলা
থির্ দুপুরে ভেজা গলা।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।