ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

দীপনের জাগৃতি পেলো আন্তর্জাতিক পুরস্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
দীপনের জাগৃতি পেলো আন্তর্জাতিক পুরস্কার দীপনের স্ত্রী রাজিয়া রহমান জলি।

ঢাকা: প্রতিক্রিয়াশীলদের হাতে খুন হওয়া ফয়সাল আরেফিন দীপনের প্রকাশনা সংস্থা জাগৃতি প্রকাশনী পেলো অ্যাসোসিয়েশন অব আমেরিকান পাবলিশার্সের ‘২০২০ এএপি ইন্টারন্যাশনাল ফ্রিডম টু পাবলিশ’ জেরি ল্যাবের পুরস্কার।

বুধবার (১৬ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করে।

যুক্তরাষ্ট্রের প্রকাশকদের সংগঠনটির সভাপতি ও প্রধান নির্বাহী মারিয়া এ পেলেন্টা বলেন, এএপির পরিচালনা পর্ষদ, সদস্য প্রতিষ্ঠান এবং তাদের কন্মীদের পক্ষে আমি ঘোষণা করছি, জাগৃতি প্রকাশনীকে এ বছরের এএপি ইন্টারন্যাশনাল ফ্রিডম টু পাবলিশ পুরস্কার প্রদান করা হবে৷ আমরা দীপনের স্ত্রী রাজিয়া রহমান জলি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই, তাদের প্রকাশরা ও তথ্য আদান-প্রদান উন্মুক্ত রাখতে বদ্ধপরিকর থাকায়৷

পুরস্কারপ্রপ্তির অনুভূতি প্রকাশে জাগৃতীর বর্তমান কর্ণধার এবং দীপনের স্ত্রী রাজিয়া রহমান জলি বলেন, এ সম্মাননা প্রাপ্তিতে মুক্তচিন্তার প্রসারে আমার প্রয়াত স্বামী দীপনের আত্মত্যাগের কথা মনে পড়ছে৷ আমার স্বামীর মৃত্যুর পর আমার নিজের ও সমাজের কাছে প্রতিশ্রুতি ছিলো যে, আমি মুক্তচিন্তার জন্য লড়াই করে যাবো৷ এ লড়াইয়ে পাশে থাকার জন্য আমার পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাই৷

বাংলাদেশ সময় ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
ডিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।