ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

শেষ হলো বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
শেষ হলো বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: শেষ হলো বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব।

শনিবার (২ জানুয়ারি) রাতে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে উৎসবের সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এই উৎসব।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আব্দুর রউফ মুক্তা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাবান মাহমুদ।  

আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল মমিন বাবু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহম্মেদ, সাধারণ সম্পাদক দিলিপ গৌর। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস।  

এর আগে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এ উৎসবের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মির্জা সাখাওয়াত হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।