ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

‘টোন অ্যান্ড টিউন স্কুল অব মিউজিক’ এর পথচলা শুরু

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
‘টোন অ্যান্ড টিউন স্কুল অব মিউজিক’ এর পথচলা শুরু

ঢাকা: শুদ্ধসঙ্গীত শেখানোর প্রত্যয় নিয়ে রাজধানীতে চালু হলো সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ‘টোন অ্যান্ড টিউন স্কুল অব মিউজিক’।

বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সঙ্গীতশিল্পী মো. খুরশীদ আলম, লীনু বিল্লাহ প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শেখ জসীম।

উদ্বোধনকালে রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, এ প্রতিষ্ঠানটি গতানুগতিক মিউজিক স্কুল থেকে সম্পূর্ণ আলাদা। যেখানে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের পরিক্ষিত প্রতিষ্ঠিত বিখ্যাত গুণীজনেরা সম্পূর্ণ প্রায়োগিক শিক্ষা দেবেন। যা সত্যিকার ভাবে আগামী বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে শিল্পী কলাকুশলীদের একটি সুশিক্ষিত প্রজন্ম হিসেবে গড়ে তুলবে। প্রতিষ্ঠানটি বিশ্বময় বাংলাদেশের সাংস্কৃতিক বিস্তার সক্ষম হবে বলে আমরা শতভাগ বিশ্বাস করি।

উদ্বোধনী আয়োজন শেষে সঙ্গীত পরিবেশন করেন প্রতিশ্রুতিশীল শিল্পীরা।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এইচএমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad