ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

প্রকাশিত হচ্ছে ইমতিয়াজ আহমেদের নতুন বই ‘মৃত্যু’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
প্রকাশিত হচ্ছে ইমতিয়াজ আহমেদের নতুন বই ‘মৃত্যু’

মাদারীপুর: বাংলানিউজের সাংবাদিক ইমতিয়াজ আহমেদের নতুন বই ‘মৃত্যু’ প্রকাশিত হতে যাচ্ছে। বইমেলাকে সামনে রেখে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বইটি প্রকাশিত হবে বলে জানিয়েছেন বইটির প্রকাশনা সংস্থা কিংবদন্তী পাবলিকেশনের প্রকাশক।

 

‘মৃত্যু’ বইটি লেখকের দ্বিতীয় গল্পগ্রন্থ। এর আগে, ২০১৭ সালে ‘কুয়াশায় মোড়ানো বিকেল’ নামে লেখকের প্রথম গল্পগ্রন্থ প্রকাশিত হয়।

প্রকাশনী সূত্রে জানা যায়, প্রকাশিতব্য বইটি মূলত একটি ভৌতিক বিষয়ক গল্পগ্রন্থ। বইটিতে মোট ৮টি গল্প রয়েছে। ভৌতিক বিষয়ের উপর নানা স্বাদের আটটি গল্প বইটিতে স্থান পেয়েছে। রয়েছে বাস্তব ভৌতিক অভিজ্ঞতার গল্পও। ইতোমধ্যে রকমারি ডটকমসহ একাধিক অনলাইন বুকশপে বইটির প্রি-অর্ডার চলছে।  

বইটির প্রকাশক অঞ্জন হাসান পবন বলেন, ‘মৃত্যু’ বইটি একটি অন্যরকম বই হতে যাচ্ছে। ভৌতিক প্রেক্ষপটে লেখা গল্পগুলো পাঠককে সাবলীলভাবে টানবে। পাঠকের ভালো লাগবে বলে আশাকরি।

‘মৃত্যু’ গল্পগ্রন্থের লেখক ইমতিয়াজ আহমেদ বাংলানিউজের মাদারীপুর জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করছেন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কুয়াশায় মোড়ানো বিকেল (গল্পগ্রন্থ), শূন্যতা ছুঁয়ে যায় (উপন্যাস), অশ্রু তুমি চিবুকেই হও শেষ (সম্পাদিত কাব্যগ্রন্থ) এবং কবিতা ও প্রেম (সম্পাদিত কাব্যগ্রন্থ)।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।