ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বুকার ২০১০: সংক্ষিপ্ত তালিকায় ৬ লেখক

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০
বুকার ২০১০: সংক্ষিপ্ত তালিকায় ৬ লেখক

খুব শিগগিরই ঘোষণা করা হবে বুকার সাহিত্য পুরস্কার ২০১০। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে সম্ভাব্য বুকার পুরস্কারজয়ী ৬ জন লেখকের এক সংক্ষিপ্ত তালিকা।

এখান থেকেই একজনকে দেওয়া হবে সাহিত্যজগতে কুলীন এ পুরস্কার।

এ তালিকায় নাম আছে দু বার বুকারজয়ী অস্ট্রেলীয় লেখক ভিক্টর পিটার কেরি।   তিনি ১৯৮৮ এবং ২০০১ সালে এ পুরস্কার পেয়েছিলেন। এ বছরের সম্ভাব্য বুকার পুরস্কারজয়ীদের তালিকায় তার নামটি উঠে এসেছে মূলত Parrot and Olivier in America উপন্যাসের জন্য।

এছাড়া ব্রিটিশ লেখক হাওয়ার্ড জ্যাকবসন এ তালিকায় রয়েছেন তার The Finkler Question উপন্যাসের জন্য, আয়ারল্যান্ডের এমা ডনোগে তার room উপন্যাসের জন্য।
 
দক্ষিণ আফ্রিকার ড্যামন গ্যালগাট আছেন তার In a Strange Room এর জন্য। ব্রিটিশ কথাসাহিত্যিক অ্যান্ড্রি লেভি আছেন  তার The Long Song  উপন্যাসের জন্য আর ব্রিটিশ লেখক ও পেইন্টার টম ম্যাক্যার্থি রয়েছেন তার উপন্যাসের জন্য।  

উল্লেখ্য, ২০০২ সালের দিকে বুকার পুরস্কারের নাম বদলে হয়ে যায় ম্যান বুকার পুরস্কার।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮২০, সেপ্টেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।