ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

প্রকাশিত হয়েছে ইমতিয়াজ আহমেদের ভৌতিক গল্পগ্রন্থ 'মৃত্যু'

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
প্রকাশিত হয়েছে ইমতিয়াজ আহমেদের ভৌতিক গল্পগ্রন্থ 'মৃত্যু'

মাদারীপুর: বাংলানিউজের মাদারীপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ইমতিয়াজ আহমেদের ভৌতিক গল্পগ্রন্থ 'মৃত্যু' প্রকাশিত হয়েছে। বইমেলাকে সামনে রেখে বুধবার (৩ মার্চ) বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা কিংবদন্তী পাবলিকেশন।

রকমারি ডটকমসহ অনলাইন বুকশপগুলোতেও বইটি পাওয়া যাচ্ছে।

'মৃত্যু' বইটি লেখকের দ্বিতীয় গল্পগ্রন্থ। এর আগে ২০১৭ সালে 'কুয়াশায় মোড়ানো বিকেল' নামে লেখকের প্রথম গল্পগ্রন্থ প্রকাশিত হয়।

প্রকাশনী সূত্রে জানা গেছে, প্রকাশিত বইটি মূলত অতিপ্রাকৃত ও ভৌতিক গল্পগ্রন্থ। বইটিতে মোট আটটি গল্প রয়েছে। ভৌতিক বিষয়ের ওপর নানা ধরনের আটটি গল্প বইটিতে স্থান পেয়েছে। রয়েছে বাস্তব ভৌতিক অভিজ্ঞতার গল্পও।

বইটির প্রকাশক অঞ্জন হাসান পবন বলেন, 'মৃত্যু' বইটি আমাদের প্রকাশিত একটি ভিন্নরকম বই। ভৌতিক প্রেক্ষপটে লেখা গল্পগুলো পাঠকদের সাবলীলভাবে টানবে। পাঠকের ভালো লাগবে বলে আশা করি।

'মৃত্যু' গল্পগ্রন্থের লেখক ইমতিয়াজ আহমেদের প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে কুয়াশায় মোড়ানো বিকেল (গল্পগ্রন্থ), শূন্যতা ছুঁয়ে যায় (উপন্যাস), অশ্রু তুমি চিবুকেই হও শেষ (সম্পাদিত কাব্যগ্রন্থ) এবং কবিতা ও প্রেম (সম্পাদিত কাব্যগ্রন্থ)।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।