ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

করোনায় আক্রান্ত কবি শঙ্খ ঘোষ

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
করোনায় আক্রান্ত কবি শঙ্খ ঘোষ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কবি শঙ্খ ঘোষ। গত দুই দিন ধরে তাঁর সামান্য জ্বর ছিল।

পরীক্ষা করানো হলে বুধবার (১৪ এপ্রিল) বিকেলে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে।

কবির পরিবার সূত্রে জানা গেছে, আপাতত জ্বর নেই তাঁর। খানিকটা দুর্বলতা রয়েছে। তবে সব মিলিয়ে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন শঙ্খ ঘোষ। হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। তবে করোনাকালে বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। এর মধ্যেই গত দুই দিন ধরে জ্বর ও পেটের সমস্যা দেখা দেয়। তবে হাসপাতালে নয়, এখনও বাড়িতেই কবির চিকিৎসা চলবে বলে জানানো হয়েছে তাঁর পরিবারের পক্ষ থেকে।

সূত্র: আনন্দবাজার

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।