ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

বিস্তারের ‘পাণ্ডুলিপি করে আয়োজনের’ ৩৬তম পর্ব রাতে

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
বিস্তারের ‘পাণ্ডুলিপি করে আয়োজনের’ ৩৬তম পর্ব রাতে

ঢাকা: ‘বিস্তার সাহিত্যচক্র’ আয়োজিত সাপ্তাহিক সাহিত্যালাপের আন্তর্জাল আসর ‘পাণ্ডুলিপি করে আয়োজনের ৩৬তম পর্ব অনুষ্ঠিত হবে ১৫ এপ্রিল (বৃহস্পতিবার) রাত ১০টায়।

এবারের আসরে অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট কবি কামাল চৌধুরী।

 

এই আসরে সরাসরি যোগ দেওয়ার জুম লিংক: https://us02web.zoom.us/j/89844467198?pwd=OUpNVWFxeWFtSG9tRGJZbEM4WUdDZz09

Meeting ID: 898 4446 7198
Passcode: bistaar

আর, বিস্তারের ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি লাইভ দেখার লিংক: https://www.facebook.com/chittagong artscomplex/
সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে সাহিত্যানুরাগীদের সাদর আমন্ত্রণ।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।