ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

আমার মাথার উপর থেকে ছাদ সরে গেল: শীর্ষেন্দু

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
আমার মাথার উপর থেকে ছাদ সরে গেল: শীর্ষেন্দু

কলকাতা: শক্তিমান কবি শঙ্খ ঘোষের মৃত্যু শোকের ছায়া নেমে এসেছে বাংলার বুদ্ধিজীবী মহলে। কবি, সাহিত্যিক, নাট্যকার, রাজনীতিক, অভিনেতারা জানাচ্ছেন শোক।

সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, এক মহাবটবৃক্ষের পতন। আমার মাথার উপর থেকে যেন ছাদ সরে গেল।

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কবি শঙ্খ ঘোষ। বুধবার (২১ এপ্রিল) সকালে ঘুমের মধ্যেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তবে সর্বদা শাসকের অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট কথা কবির মৃত্যুতে শোকে ভাসছে কলকাতাসহ গোটা বাংলা সাহিত্য জগৎ।

কবির মৃত্যুতে জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শঙ্খদার মৃত্যুতে শোকজ্ঞাপন করছি। তাঁর পরিবার এবং শুভানুধ্যায়ীদের সবাইকে সমবেদনা জানাই। কোভিডে মারা গেছেন শঙ্খদা। তা সত্ত্বেও যাতে রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা যায়, মুখ্যসচিবকে তেমন নির্দেশ দিয়েছি। তবে শঙ্খদা ‘গান স্যালুট’ পছন্দ করতেন না। সেটা বাদ রাখছি। তবে পরিবারের সঙ্গে কথা বলেই সব ঠিক করা হবে। পরিবার না চাইলে আমরা কিছুই করবো না। ’

শোকাহত বাংলার সাহিত্য ও নাট্যজগৎ। কবি জয় গোস্বামী বলেছেন, জাতির বিবেক ছিলেন শঙ্খ ঘোষ। এভাবে চলে যাবেন ভাবতে পারিনি।  

সাহিত্যিক তিলোত্তমা বলেন, বাঙালির অবিভাবকের মতো ছিলেন তিনি।
নাট্যকার কৌশিক সেন বলেন, সাধারণ বাঙালির সাহসের আরেক নাম শঙ্খ ঘোষ। কোনো দিনই অন্যায়ের বিরুদ্ধে মাথানত করেননি।

নাট্যব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বলেন, সমাজের বিরুদ্ধে স্পষ্ট বক্তা ছিলেন শঙ্খদা। শাসকের অন্যায়ের বিরুদ্ধে সর্বদা স্পষ্ট বক্তা ছিলেন তিনি।  

নাট্যকার বিভাস চক্রবর্তী বলেন, ওনার কবিতা বাঙালির সামাজিক শেঁকড়ে গাথা। কোনোদিনই মেরুদণ্ডহীন ছিলেন না তিনি। প্রকৃত অবিভাবকে হারালাম। তার ব্যক্তিত্ব এক অন্যমাত্রা ছুঁয়েছিল।

গতবছর ১৫ নভেম্বর করোনার দাপটে বাংলা হারিয়েছিল অভিনেতা সৌমিত্র চট্টোপধ্যায়কে। বুধবার করোনা কেড়ে নিলো কবি শঙ্খ ঘোষকে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।