বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের দশম বর্ষপূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। এর আওতায় বছরব্যাপী দশটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
প্রদর্শনী উদ্বোধন করেন অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ও শিল্প সমালোচক সৈয়দ মনজুরুল ইসলাম ও ব্রাক ব্যাংকের উপ-ব্যবস্থাপক পরিচালক মোহাম্মদ মামদুদুর রশিদ। উপস্থিত ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী ও হাশেম খান।
‘সৃজনে ও শেকড়ে-৪’ প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন এমন দশজন শিল্পী, যাদের সৃজন উৎকর্ষ নানা দিক থেকে ভাবনা উদ্রেককারী, তাৎপর্যময় ও শেকড় সন্ধানী। শিল্পীরা হলেন মনসুর উল করিম, চন্দ্র শেখর দে, অলকেশ ঘোষ, কে এম এ কাইয়ুম, এ কে এম আলমগীর হক, মোস্তাফিজুল হক, খালিদ মাহমুদ মিঠু, দিলারা বেগম জলি, শেখ আফজাল হোসেন এবং মাহবুবুর রহমান।
শিল্পীরা প্রত্যক্ষ বাস্তবকে অবলম্বন করে কেউ তাঁর সৃজনে নবমাত্রা সঞ্চার করেছেন। কেউ আধা বিমূর্ত ও বিমূর্ততার মধ্য দিয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছুতে চেয়েছেন। এ ছবিগুলির মধ্যে বাংলাদেশের চিত্রকলা যে কত বৈচিত্র্য সন্ধানী, বর্ণময় ও জীবন সম্পর্কে ভিন্নবোধ সঞ্চারী তা স্পষ্ট হয়ে উঠেছে।
শিল্পীদের নানা মাধ্যমের কাজ ও উপস্থাপনা প্রদর্শনীটিকে বৈচিত্র্যপূর্ণ করে তুলেছে।
প্রদর্শনীতে মোট ৪০টি শিল্পকর্ম রয়েছে। প্রদর্শনী চলবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। শেষ হবে ২৫ সেপ্টেম্বর।
বাংলাদেশ স্থানীয় সময় ২০০৫, সেপ্টেম্বর ১৬, ২০১০