ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

বিস্তারের ‘এই জীবনের যত মধুর ভুলগুলি’র শেষ পর্ব সন্ধ্যায়

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, জুন ২০, ২০২১
বিস্তারের ‘এই জীবনের যত মধুর ভুলগুলি’র শেষ পর্ব সন্ধ্যায়

ঢাকা: বিস্তার চিটাগাং আর্টস কমপ্লেক্সের আয়োজিত বাংলাভাষা বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান ‘এই জীবনের যত মধুর ভুলগুলি’র দশম এবং শেষ পর্বটি অনুষ্ঠিত হবে ২০ জুন (রোববার) বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়।

এটি যৌথভাবে উপস্থাপন করবেন কোলকাতানিবাসী লেখক ও ভাষাপ্রযুক্তিবিদ রাজীব চক্রবর্তী এবং মেলবোর্নবাসী অনুবাদক ও ভাষাচিন্তক এহসানুল কবির।



অতিথি বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যাকরণবিৎ নাসির হাসান। আর অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে থাকবেন বিস্তারের কর্ণধার, লেখক ও অনুবাদক আলম খোরশেদ।  

এই আসরে সরাসরি যোগ দেওয়ার জুম লিংক: https://us02web.zoom.us/j/86069502686?pwd=RklOek01bHdNdFhBNms4dDVTRWI4UT09
Meeting ID: 860 6950 2686
Passcode: bistaar


আর বিস্তারের ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি লাইভ দেখার লিংক: https://www.facebook.com/chittagongartscomplex/

সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে বাংলাভাষার সুষ্ঠু ও শুদ্ধ প্রয়োগে আগ্রহী সবাইকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, জুন ২০, ২০২১
এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।