ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

বিস্তারের ‘কেবলই দৃশ্যের জন্ম হয়: ২৪তম পর্ব’ সন্ধ্যায়

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
বিস্তারের ‘কেবলই দৃশ্যের জন্ম হয়: ২৪তম পর্ব’ সন্ধ্যায়

ঢাকা: বিস্তারের চিটাগাং আর্টস কমপ্লেক্সের দৃশ্যশিল্পবিষয়ক আন্তর্জাল-অনুষ্ঠান 'কেবলই দৃশ্যের জন্ম হয়’র ২৪তম পর্বটি অনুষ্ঠিত হবে ১১ জুলাই (রোববার), বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।  

এতে 'অমর ভিঞ্চি, আমার ভিঞ্চি' শীর্ষক একটি উপস্থাপনা সহযোগে কালজয়ী রেনেসাঁসী শিল্পী, লিওনার্দো দা ভিঞ্চির শিল্পমাহাত্ম্য বিষয়ে আলোচনা করবেন তরুণ দৃশ্যশিল্পী মিশুক এহসান।



সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণের জুমলিংকটি নিচে দেওয়া রইল।   
https://us02web.zoom.us/j/83333432273?pwd=WWd2ZEFsa2x5R2Q1ZTEzeHNsS3A4QT09
Meeting ID: 833 3343 2273
Passcode: bistaar


এছাড়া বিস্তারের ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি লাইভ দেখার লিংক:https://www.facebook.com/chittagongartscomplex/
সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে শিল্পানুরাগী সবাই সাদরে আমন্ত্রিত।  

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।