ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

গ্যালারি কায়ায় সোহাগ পারভেজের একক প্রদর্শনী

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
গ্যালারি কায়ায় সোহাগ পারভেজের একক প্রদর্শনী

চিত্রশিল্পী সোহাগ পারভেজের আঁকা ছবি নিয়ে আয়োজন করা হয়েছে তার অষ্টম একক প্রদর্শনীর। গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের গ্যালারি কায়ায় এর উদ্বোধন করা হয়।

 

'মাই কান্ট্রি' শিরোনামে এ প্রদর্শনীতে শিল্পী সোহাগ পারভেজের আঁকা ৪২টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে।  

আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ প্রদর্শনী উপভোগ করতে পারবেন শিল্পপিপাসুরা।

শুক্রবার প্রদর্শনীর উদ্বোধন করেন এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কার্টুনিস্ট ও দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নির্বাহী সম্পাদক শাহরিয়ার খান।

'বিউটি অব বান্দরবান', 'সান্তাল ফ্যামিলি', 'মাই কান্ট্রি', 'ওল্ড ঢাকা', 'ফিশিং', 'কালবৈশাখী', 'মহেশখালী', 'বান্দরবান ইন অটাম', 'ওয়ে টু হোম', 'সেইলিং'সহ নানা শিরোনামে এসব ছবি আঁকতে ক্যানভাসে ব্যবহার করা হয়েছে ওয়াটার কালার, অ্যাক্রিলিক, চারকোলসহ বিভিন্ন মাধ্যম।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।