ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

কুড়িগ্রামে বিদ্রোহী কবি স্মরণে ‘হৃদয়ে নজরুল’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
কুড়িগ্রামে বিদ্রোহী কবি স্মরণে ‘হৃদয়ে নজরুল’

কুড়িগ্রাম: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে ‘হৃদয়ে নজরুল’ শীর্ষক আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী কুড়িগ্রাম শেখ রাসেল পৌর অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এপেক্স ক্লাব অব বগুড়ার উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব বাংলাদেশের প্রেসিডেন্ট নিজাম উদ্দিন পিন্টু। প্রধান অতিথি হিসেবে ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

আরও উপস্থিত ছিলেন- সিনিয়র জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান, সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, ডা. এএইচএম মশিহুর রহমান, সৈয়দ নুরুর রহমান, মোরশেউল আলম, ইলিয়াস জসিম, এপেক্স ক্লাব অব বগুড়া সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

শেষে এপেক্স ক্লাব অব বগুড়ার ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিরা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন সাম্প্রতিক কুড়িগ্রাম। এ সময় ক্লাবের চার শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
এফইএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।