ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

ফেনীতে ‘বন্দি নম্বর ৭৩’ মঞ্চস্থ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
ফেনীতে ‘বন্দি নম্বর ৭৩’ মঞ্চস্থ

ফেনী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের কিছু মুহূর্ত নিয়ে ফেনীতে মঞ্চস্ত হলো নাটক ‘বন্দি নম্বর ৭৩’।

শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ফেনী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটি মঞ্চস্ত করে রেপার্টরি নাট্যদল।

সুফি সুফিয়ানের রচনা ও নাসিরুদ্দিন সাইমুমের নির্দেশনায় নাটকটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ আল নোমান। আরও অভিনয় করেন তাহমিনা তোফা সীমাসহ ২৩ জনের একটি দল।

হলভর্তি দর্শকরা পিনপতন নিরবতায় নাটকটি উপভোগ করেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা নাটক শেষে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের হাতে স্মারক তুলে দেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গোলাম জাকারিয়া।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার কামরান হাসানের সঞ্চালনায় এ সময় সাংস্কৃতিক নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এসএইচডি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।